সহবাসের সময় স্বামী-স্ত্রী বিবস্ত্র হওয়া এবং স্ত্রী'কে স্বাধীনভাবে ব্যবহার
মহান আল্লাহ বলেছেনঃ 
"তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর। আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা কর এবং আল্লাহকে ভয় করতে থাক। আর নিশ্চিতভাবে জেনে রাখ যে, আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাত করতেই হবে। আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও।" 
***সূরা বাকারাঃ আয়াতঃ ২:২২৩।
হাদিসে এসেছেঃ 
"কোন স্ত্রী যদি তার স্বামীর বিছানা পরিহার করে রাত কাটায় তবে ফেরেশতারা সকাল পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকে।"  
***মুসলিমঃ ইংরেজী অনুবাদঃ ৩৩৬৬।
আবুদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিতঃ 
রাসুল (সাঃ) বলেছেনঃ 
"পৃথিবীর সবকিছুই ভোগ ও ব্যবহারের সামগ্রী। তার মধ্যে সবচেয়ে উত্তম ও উৎকৃষ্ট সামগ্রী হচ্ছে দ্বীনদার ও সচ্চরিত্রা স্ত্রী।"  
***মুসলিম, মিশকাতঃ ৩০৮৩, নিকাহ অধ্যায়। 

Post a Comment